Home bipadtarini-puja-2021 করোনা আবহে সর্বমঙ্গলা মন্দির চত্ত্বরে বিপত্তারিণী পুজো

করোনা আবহে সর্বমঙ্গলা মন্দির চত্ত্বরে বিপত্তারিণী পুজো

বর্ধমান, ১৭ জুলাই : বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা । ১৭০২ সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা নির্মিত হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির । অন্যান্য পুজোর ন্যায় মন্দিরে বিপত্তারিণী পুজোও প্রতি বছর হয়ে থাকে । এই উপলক্ষে প্রতি বছরই কয়েক হাজার ভক্ত সমাগম হয় । করোনার সংক্রমণ রুখতে গত বছরের মতো এবারও মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল ।

 

 

 

 

 

 

 

 

 

করোনার বিধিনিষেধ মেনে বন্ধ মন্দিরেই দেবীর আরাধনা চলে । ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল । কিন্তু তাতেও ভিড় এড়ানো যায়নি । হাজার হাজার মহিলা পুজো দিতে আসেন । ভক্তরা বলেন, “মায়ের পুজো দিয়ে মনে শান্তি পেলাম । সংসারের মঙ্গল কামনা করতেই এই পুজো করি আমরা ।”

 

 

 

 

 

 

 

 

 

 

অন্যদিকে, মন্দিরের পুরিহতরা বলেন, “মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন । আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এই পুজো হয়ে থাকে ।”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিপত্তারিণী পুজো পরিবার-পরিজন ও সংসারের মঙ্গল কামনায় মূলত স্ত্রী লোকেরা এই ব্রত পালন করেন । মহামায়া মা দুর্গা বিপত্তারিণী রূপে সমস্ত বিপদ বাঁধা বিঘ্ন দূর করে সংসারের মঙ্গল করেন । এই ব্রত পালনের ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩টি পান, ১৩টি সুপারি সহ, ১৩ গাছা লাল সুতোয় ১৩ গাছা দুর্বা ১৩টি গিট দিয়ে বেঁধে “ডুরি” বানিয়ে মাকে নিবেদন করা হয় ।

 

 

 

 

 

 

অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশজুড়ে চলছে আংশিক লকডাউন । ব্যবসাতেও ভাটা পড়েছে লকডাউনের কারণে । তাই যদি কিছুটা বিক্রি হয় সেই আসাতেই অস্থায়ী ভাবে পুজো হলেও আশা ছাড়েননি পুজোর সামগ্রী বিক্রেতারা । পুজোর ডালা নিয়ে পসার সাজিয়ে অন্যান্য বছেরের ন্যায় এই বছরেও বসেছিলেন তাঁরা ।

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments