Home bipadtarini-puja-2021 করোনা আবহে সর্বমঙ্গলা মন্দির চত্ত্বরে বিপত্তারিণী পুজো

করোনা আবহে সর্বমঙ্গলা মন্দির চত্ত্বরে বিপত্তারিণী পুজো

বর্ধমান, ১৭ জুলাই : বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা । ১৭০২ সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা নির্মিত হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির । অন্যান্য পুজোর ন্যায় মন্দিরে বিপত্তারিণী পুজোও প্রতি বছর হয়ে থাকে । এই উপলক্ষে প্রতি বছরই কয়েক হাজার ভক্ত সমাগম হয় । করোনার সংক্রমণ রুখতে গত বছরের মতো এবারও মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল ।

 

 

 

 

 

 

 

 

 

করোনার বিধিনিষেধ মেনে বন্ধ মন্দিরেই দেবীর আরাধনা চলে । ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল । কিন্তু তাতেও ভিড় এড়ানো যায়নি । হাজার হাজার মহিলা পুজো দিতে আসেন । ভক্তরা বলেন, “মায়ের পুজো দিয়ে মনে শান্তি পেলাম । সংসারের মঙ্গল কামনা করতেই এই পুজো করি আমরা ।”

 

 

 

 

 

 

 

 

 

 

অন্যদিকে, মন্দিরের পুরিহতরা বলেন, “মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন । আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এই পুজো হয়ে থাকে ।”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিপত্তারিণী পুজো পরিবার-পরিজন ও সংসারের মঙ্গল কামনায় মূলত স্ত্রী লোকেরা এই ব্রত পালন করেন । মহামায়া মা দুর্গা বিপত্তারিণী রূপে সমস্ত বিপদ বাঁধা বিঘ্ন দূর করে সংসারের মঙ্গল করেন । এই ব্রত পালনের ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩টি পান, ১৩টি সুপারি সহ, ১৩ গাছা লাল সুতোয় ১৩ গাছা দুর্বা ১৩টি গিট দিয়ে বেঁধে “ডুরি” বানিয়ে মাকে নিবেদন করা হয় ।

 

 

 

 

 

 

অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশজুড়ে চলছে আংশিক লকডাউন । ব্যবসাতেও ভাটা পড়েছে লকডাউনের কারণে । তাই যদি কিছুটা বিক্রি হয় সেই আসাতেই অস্থায়ী ভাবে পুজো হলেও আশা ছাড়েননি পুজোর সামগ্রী বিক্রেতারা । পুজোর ডালা নিয়ে পসার সাজিয়ে অন্যান্য বছেরের ন্যায় এই বছরেও বসেছিলেন তাঁরা ।

 

 

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments