এসিএন লাইফ নিউজ, ৮ ডিসেম্বর : সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং কপ্টারের বাকি যাত্রীদের সুস্থতা কামনা করে ট্যুইট করলেন রাহুল গাঁধী ।
এদিন, তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনার কপ্টার । সস্ত্রীক বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ে বায়ুসেনার এমআই-17 কপ্টার । দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে । জখম হয়েছেন আরও ৩ জন ।
বেলা ১২.৪০ নাগাদ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার কপ্টার । হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের পরিবারের সদস্যরাও ।কপ্টারে ছিলেন নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার,ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ,ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল ।
কীভাবে দুর্ঘটনা, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা । পরিস্থিতি সম্পর্কে ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীকে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।
ছবি সৌজন্য : এএনআই নিউজ