বীরভূম, ২৯ জুলাই : যাত্রীবাহী বাসের আদলে তৈরি বাড়ি । বাইরে থেকে দেখলে মনে হবে কোনও বাস দাঁড়িয়ে আছে । এমন বাড়ি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বীরভুমের শিল্পী উদয় দাস । বীরভূম জেলার পাড়ুই থানার ধানাই গ্রামের মৃৎশিল্পী তিনি ।
উদয় দাস জানান, এলাকার বিভিন্ন মন্ডপে মুর্তি গড়ার কাজ করেন তিনি । নতুন কিছু গড়ার চিন্তাভাবনা থেকেই তিনি এই বাড়ি বানিয়েছেন । ৩ লক্ষ টাকা ব্যয় করে তিনি অতিথিদের বসার জন্য এই বাড়ি নির্মান করেন । তিনি তাঁর মায়ের স্মৃতির উদ্দ্যেশে নাম দিয়েছেন ‘মা লক্ষ্মী ট্রাভেলস, সিউড়ী-বোলপুর রুট ।’
বাইরে থেকে দেখলে মনে হচ্ছে রাস্তার উপর একটা বাস দাড়িয়ে আছে । বাসের ভিতরে যাত্রীদের বসার জন্য আসন ও বেডরুম বানিয়েছেন উদয় দাস । যা দেখে দর্শকরা খুবই আনন্দিত । বাড়ি দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন । শিল্পী উদয় দাসের এই শিল্পকলা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল ।