আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডাকে অপমান করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বাঁকুড়ায় মিছিল এবং অবস্থান বিক্ষোভ আদিবাসী সংগঠনের ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরসা মুন্ডাকে অপমান করেছেন সেই জন্য তাকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে বাঁকুড়াতে মিছিল করল আদিবাসী সংগঠনের কর্মীরা । এদিন বাঁকুড়ার হিন্দি স্কুল থেকে মিছিল করে মাচানতলা পৌঁছায় এবং সেখান মুক্তমঞ্চে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন ।
https://www.facebook.com/230205334351193/videos/1017528582057950
প্রসঙ্গত রাজ্য সফরে এসে গত 5 ই নভেম্বর বাঁকুড়ার পুয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান নিয়ে বিতর্কের সূত্রপাত হয় । আদিবাসী সমাজের দাবি এটা বিরসা মুন্ডার মূর্তি নয় এটি একটি আদিবাসী শিকারির মূর্তি । তাই আমাদের ভগবান বিরসা মুন্ডাকে অপমান করা হয়েছে এর জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে ।
আদিবাসী সংগঠনের রাজ্য কমিটির সভাপতি লক্ষ্মীনাথ করা বলেন , ভারতবর্ষে আদিবাসীদের জন্য যদি শেষ লড়াই করে থাকেন তিনি হলেন বিরসা মুন্ডা । এছাড়াও তিনি বলেন বিরসা মুন্ডাকে অপমান করার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে ।