বিরসা মুণ্ডার মূর্তি বিতর্ক অব্যাহত বাঁকুড়ায়। এবার তাঁর জন্মদিনে পুয়াবাগান মোড়ের ‘বিতর্কিত’ সেই মূর্তিতেই মাল্যদান করলেন আদিবাসী সমাজের একাংশ। তার আগে গোবর জল ছিটিয়ে চললো ‘শুদ্ধিকরণে’র কাজ। আর এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর জেলা সফরে এসে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বিরসা মুণ্ডার মূর্তি হিসেবই এখানে মালা দিয়েছিলেন। তারপর দিনই জেলা তৃণমূল ও আদিবাসী সমাজের একাংশের পক্ষ থেকে দাবি করা হয় এই মূর্তি বিরসা মুণ্ডার নয়। সৌন্দর্যায়নের লক্ষ্যে রাস্তার ধারে এক আদিবাসী যোদ্ধার মূর্তি তৈরী করা হয়েছে।
https://www.facebook.com/230205334351193/videos/2782338398710868
এবার এদিন সেই মূর্তিটিকেই বিরসা মুণ্ডার দাবি করে তাঁর জন্মদিনে মালা দিলেন আদিবাসী সম্প্রদায়ের একাংশ সহ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার।
এদিন আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত সন্তোষ মাণ্ডি, ক্ষুদিরাম টুডুরা বলেন, তৃণমূল এই মূর্তি নিয়ে রাজনীতি করছে। এই মূর্তি প্রকৃতভাবেই বিরসা মুণ্ডার মূর্তি। প্রতি বছরের মতো এবছরও তাই এখানে বিরসা মুণ্ডার জন্মদিনে তারা মালা দিয়েছেন বলে জানান।
উপস্থিত বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, আদিবাসী সমাজের প্রথা মেনে পুনঃশুদ্ধিকরণ হলো। প্রতি বছরের মতো আদিবাসী সমাজের মানুষ এই মূর্তিতে মালা দিয়েছেন। যারা এই মুর্তি বিরসা মুণ্ডার নয় বলে দাবি করছেন তারা বিষয়টি নিয়ে রাজনীতি করছেন বলেও তিনি দাবি করেন।