কালিয়াচক থানার সুজাপুরে বিস্ফোরণকাণ্ডে পর মালদা এসে পৌছলেন দুইদলের ফরেনসিক টিম । শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন দুই দলের ফরেনসিক টিম।ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহের পাশাপাশি কথা বলেন মালদা জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাথে ।
বৃহস্পতিবার হঠাৎই কেঁপে ওঠে মালদা কালিয়াচক থানার সুজাপুর এলাকায় । প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান 6 জন।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখনো বেশ কয়েকজন স্থানীয় শ্রমিকরা ।
পুলিশ প্রশাসন এমনকি স্থানীয় বাসিন্দারা জানান কারখানার ক্রাশার মেশিন বিস্ফোরণে এই ঘটনা । মরনের পরে ছুটে যান জেলার পুলিশ সুপার অলক রাজুরিয়া ও জেলাশাসক রাজর্ষি মিত্র । পাঁচজনের মৃত্যু ঘটনাস্থলে হলেও একজনকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ।
https://www.facebook.com/230205334351193/videos/190388799410161
ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার নির্দেশেই হেলিকপ্টারে করে বৃহস্পতিবার বিকেলে মালদা এসে পৌঁছান নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ।
মৃত পরিবারদের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী।শুক্রবার রাতেই মালদা এসে পৌঁছান ফরেনসিক বিভাগের দুই প্রতিনিধিদল।তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন।