বাঁকুড়া, ৩০ অগাস্ট : গেরুয়া শিবিরে ভাঙন । তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুর বিধানসভার বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ । এদিন ব্রাত্য বসু তাঁর হাতে পতাকা তুলে দেন ।
2021-র বিধানসভা ভোটের পূর্বে তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ছিলেন । রাতারাতি তিনি বিজেপিতে যোগদান করেন । এর পরের দিনই তিনি 2021-র বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির দ্বারা নির্বাচিত প্রার্থী হন । এমনকি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ কে 11420 ভোটে হারিয়ে বিধায়ক পদে নির্বাচিত হন তন্ময় ঘোষ । তন্ময় ঘোষের বিজেপিতে যোগদানের শুরু থেকেই বিজেপি কর্মীদের সঙ্গে তেমনভাবে দেখতে পাওয়া যায়নি । আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় ব্রাত্য বসুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তন্ময় ঘোষ ।
বিষ্ণুপুর তৃণমূল সভাপতি অলোক মুখার্জী বলেন, “উনি যুব তৃণমূলে ছিলেন । বিজেপি টোপ দিয়েছিল, আর জনগণের ভোটে জিতে গেছে । ও তৃণমূলে ছিল, তৃণমূলে আবার ঢুকে গেছে । নতুনত্ত্ব কিছু নেই । দিদি যেদিন চাইবে আরও ৩৪ জন ফিরবে । সবাই উন্নয়নে সামিল হতে চায় । বিজেপি করলে উন্নয়ন হয়না ।”
বিজেপি সভাপতি সুজিত অগস্থীর দাবি, বিষ্ণুপুরের মানুষের প্রতি উনি বিশ্বাসঘাতকতা করেছেন । বিজেপি প্রার্থী হিসেবেই মানুষ ওঁকে ভোট দিয়েছিলেন ।
অন্যদিকে, ফেসবুক লাইভ করে প্রতিক্রিয়া দেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ । তিনি বলেন, “বিষ্ণুপুর বিধানসভার বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ নিজের সম্পত্তি বাঁচানোর জন্য তৃণমূলে যোগদান করেছে ।”