দীর্ঘদিনের অভিযোগ ছিল শহরের একাংশের খাবারের দোকানে বাসী ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির। এবার সেই সব বন্ধে পথে নামলো বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা।
মঙ্গলবার সকালে পৌরসভার স্যানিটারী ইনসপেক্টর তুহিন শুভ্র কুণ্ডু ও পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম গোস্বামীকে সঙ্গে নিয়ে পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় শহরের চক বাজার সহ বিভিন্ন অংশের হোটেল সহ অন্যান্য খাবার ও মাছের দোকানে অভিযান চালান।
এদিনের এই অভিযানে শহরবাসীর অভিযোগের সত্যতার প্রমাণ মেলে। তিন সদস্যের ঐ অভিযানকারীরা বেশ কিছু খাবার বাজেয়াপ্ত করেন। এমনকি ঐ সব অভিযুক্ত ব্যবসায়ীকে তারা সতর্ক করেন।
পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দোপাধ্যায় বলেন, এদিন চক বাজারের মিষ্টি, হোটেল সহ মাছ বাজারে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকান ও হোটেলে বাসী খাবার বিক্রির প্রমাণ মেলে। তাদের পক্ষ থেকে সেই সব খাবার বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান।
স্যানিটারী ইন্সপেক্টর তুহিন শুভ্র কুণ্ডু বলেন, এদিন বাজেয়াপ্ত করা খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিনের অভিযানের মূল লক্ষ্য জনসচতেনতা তৈরী বলে তিনি জানান।
মিষ্টান্ন ব্যবসায়ী সুমন নন্দী তার দোকানে বাসি খাবার বিক্রি করা হয়না দাবি করে বলেন, বোঁদে, পনির ও রং বাজেয়াপ্ত করা হয়েছে। তবে যা বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি তিনি ফেলে দেওয়ার জন্য অন্যত্র সরিয়ে রেখেছিলেন বলেও দাবি করেন।