Home আজকের খবর খাবারের দোকানে অভিযান বিষ্ণুপুর পৌরসভার

খাবারের দোকানে অভিযান বিষ্ণুপুর পৌরসভার

দীর্ঘদিনের অভিযোগ ছিল শহরের একাংশের খাবারের দোকানে বাসী ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির। এবার সেই সব বন্ধে পথে নামলো বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা।

মঙ্গলবার সকালে পৌরসভার স্যানিটারী ইনসপেক্টর তুহিন শুভ্র কুণ্ডু ও পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম গোস্বামীকে সঙ্গে নিয়ে পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় শহরের চক বাজার সহ বিভিন্ন অংশের হোটেল সহ অন্যান্য খাবার ও মাছের দোকানে অভিযান চালান।

এদিনের এই অভিযানে শহরবাসীর অভিযোগের সত্যতার প্রমাণ মেলে। তিন সদস্যের ঐ অভিযানকারীরা বেশ কিছু খাবার বাজেয়াপ্ত করেন। এমনকি ঐ সব অভিযুক্ত ব্যবসায়ীকে তারা সতর্ক করেন।

পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দোপাধ্যায় বলেন, এদিন চক বাজারের মিষ্টি, হোটেল সহ মাছ বাজারে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকান ও হোটেলে বাসী খাবার বিক্রির প্রমাণ মেলে। তাদের পক্ষ থেকে সেই সব খাবার বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান।

স্যানিটারী ইন্সপেক্টর তুহিন শুভ্র কুণ্ডু বলেন, এদিন বাজেয়াপ্ত করা খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিনের অভিযানের মূল লক্ষ্য জনসচতেনতা তৈরী বলে তিনি জানান।

মিষ্টান্ন ব্যবসায়ী সুমন নন্দী তার দোকানে বাসি খাবার বিক্রি করা হয়না দাবি করে বলেন, বোঁদে, পনির ও রং বাজেয়াপ্ত করা হয়েছে। তবে যা বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি তিনি ফেলে দেওয়ার জন্য অন্যত্র সরিয়ে রেখেছিলেন বলেও দাবি করেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments