বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।
ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর গ্রামে।
জানা গিয়েছে মোবারকপুর গ্রামে আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা পূজার। শুক্রবার ছিল বিসর্জনের পালা। ঢাক কাঁসর বাজিয়ে শোভাযাত্রা করে বিশ্বকর্মা প্রতিমা গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরে বিসর্জন করতে যায় গ্রামবাসীরা।
প্রতিমা বিসর্জনের সময় পুকুরের জলের তলিয়ে যায় এক যুবক।
এরপর গ্রামবাসীরা জানতে পেরে তলিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
বিসর্জনেই বিসর্জন ( মালদা )
Gepostet von ACN Life News am Samstag, 19. September 2020
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম জিতেন মন্ডল (২৮)। বাড়ি মোবারকপুর গ্রামে। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে ওই গ্রামে।