বিজেপির পতাকা পোড়ানোকে কেন্দ্র করে অশান্তির ছায়া বীরভূম জেলার দুবরাজপুর থানার লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের কাটাপালন গ্রামে l
অভিযোগ গতকাল রাতে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা এলাকাজুড়ে পতাকা টাঙ্গিয়ে গিয়েছিলেন। কিন্তু আজ সকালে কর্মী-সমর্থকরা দেখেন পতাকাগুলিকে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে l
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এল অভিযোগের তির তৃণমূলের দিকে l যদিও গোটা ঘটনা অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, এটা বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। এই ঘটনা বিজেপি কর্মীরাই ঘটিয়েছে l
উল্লেখ্য, দু’দিন আগে দুবরাজপুর বিধানসভার খয়রাশোল থানা এলাকার নাকরাকোন্দা গ্রামে তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল বিজেপির দিকে।
সেই ঘটনা অস্বীকার করেছিল বিজেপি আজ ফের বিজেপির পতাকা পোড়ানো হল, সব মিলিয়ে চাপানোতোরে উত্তপ্ত দুবরাজপুর বিধানসভা এলাকা।