গুলিবিদ্ধ মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা। গলার নিচে গুলি লেগেছে বিজেপি প্রার্থীর বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাই নি জেলা বিজেপি নেতৃত্ব কিংবা পুলিশ প্রশাসন।
আহত অবস্থায় বিজেপি প্রার্থী কে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে পুরাতন মালদা ব্লকের ঝন্টু বাজার এলাকায়। মালদা জেলার বারোটি বিধানসভা আসনের নির্বাচনের প্রাক মুহূর্তে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মালদায় বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মালদার ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ।