নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের উপর আক্রমনের প্রতিবাদে বলাগড়ে পথসভা।
হুগলী জেলার বলাগড় বিধানসভার ডুমুরদহ নিত্যানন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের শেরপুরে বিজেপির ZP 15 এর যুবমোর্চার উদ্যোগে নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের আক্রমণের প্রতিবাদে পথসভা।
উপস্থিত ছিলেন ZP 15 এর সহ সভাপতি নেপাল দাস, ZP 15 যুবমোর্চার কনভেনার যদুনাথ বিশ্বাস, কো কনভেনার চিরঞ্জিত দাস, বিজেপি নেতা সুশীল কুমার দাস সহ বিজেপির নেতৃত্বরা।
এদিন ZP 15 এর সহ-সভাপতি নেপাল দাস বলেন ডুমুরদহ নিত্যানন্দপুর 2 নম্বর অঞ্চলের প্রধান রথিন দাস সহ তৃণমূল নেতৃত্ব কে একহাত নিলেন পাশাপাশি ZP 15 এর প্রাক্তন মন্ডল সভাপতি পাপিয়া মুখার্জি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নবান্ন স্যানিটাইজার করেছে। স্যানিটাইজারের পর বিজেপি ক্ষমতায় আসছেন।