কলকাতা, ১৫ জুলাই : আটক বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী ।
এদিন ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গেরুয়া শিবির । নেতৃত্বে ছিলেন দেবশ্রী চৌধুরী । বিজেপি কর্মীরা ভবন থেকে আলিপুর ডিএম অফিস পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে ।
বেলা বারোটার সময় বিজেপি কর্মীরা জমায়েত করতে শুরু করলে পুলিশ তাঁদের আটকে দেয় । দেবশ্রী চৌধুরী ঘটনাস্থানে পৌঁছালে তাঁকেও আটকে দেয় পুলিশ । আটক করা হয় দেবশ্রী চৌধুরীসহ বেশ কিছু বিজেপি কর্মীকে । তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।
সব জেলাতেই ভুয়ো ভ্য়াকসিনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি । গতকাল থেকে চারদিনের প্রতিবাদ কর্মসূচী শুরু করে গেরুয়া শিবির ।