এসিএন লাইফ নিউজ ডেক্স, ৩১ জুলাই : মন্ত্রীত্ব যাওয়ার পর থেকেই দলের সঙ্গে দুরত্ব তৈরী হয়েছিল তাঁর । ইতিমধ্যেই এক পোস্টে রাজনীতির ছাড়ার ইঙ্গিতও দিয়ছিলেন । এবার সরারসি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন সিদ্ধান্ত ।
এদিন দুপুরে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন বাবুল সুপ্রিয় । সেখানে তিনি লেখেন, ‘চললাম…, অলবিদা…।’
রাজনীতি থেকে সন্ন্যাসের ইঙ্গিত দিয়েছে বিজেপি সাংসদের ফেসবুক পোস্ট । তিনি লিখেছেন, ‘পরিবারের সবার কথা শুনেছি, অন্য কোনও দলে যাচ্ছি না, কেউ ডাকেও নি । বেশ কিছু সময় তো থাকলাম, কিছু মন রাখলাম, কিছু মন ভাঙলাম । আমি আমার মতো করেই বলছি, চললাম ।’