বাঁকুড়া, ১৬ জুলাই : ভ্যাক্সিন দুর্নীতির প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়েও চলছে বিক্ষোভ কর্মসুচী পালন । ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ কর্মসুচী পালন করা হলো বাঁকুড়া জেলার দুটি সাংগঠনিক জেলার বিজেপি-র তরফে ।
এদিন বেলা ১১ টা নাগাদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্থি ও ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমর নাথ শাখার নেতৃত্বে কলেজে রোডে বিজেপি সাংগঠনিক কার্য্যালয় থেকে মিছিল করে বিষ্ণুপর শহর ঘুরে মহকুমা শাসকের দফতরের সামনে এসে বিক্ষোভ ও ধরনা কর্মসূচী পালন করা হয়। ভ্যাক্সিন ছাড়া আরও বেশ কিছু বিষয় নিয়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে একটি স্বারকলিপি তুলে দেওয়া বিজেপি নেতৃত্বের তরফে ।
বিজেপির দাবি, ভ্যাকসিন নিয়ে রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও সমান ভাবে দুর্নীতি চলছে । সাধারন মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না অথচ তৃণমূলের ক্যাডাররা অনায়াসে ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন । এদিন ভ্যাকসিন ছাড়াও ১০০ দিনের কাজ ও আবাস যোজনার প্রকল্পেও বড়সড় দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব ।