Home আজকের খবর বিজেপির পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

ঘটনাটি পান্ডুয়ার বৈচি বাঁটিকা গ্রাম পঞ্চায়েতের চৌবেড়ার।আহত হয় সদস্যের পরিবারের চারজন।ছয় জনের নামে পান্ডুয়া থানার অভিযোগ দায়ের করেন বিজেপির পঞ্চায়েত সদস্য অনিমা মন্ডল।সদস্যের অভিযোগ লক্ষ্মী পুজো উপলক্ষে রবিবার খামারুপাড়ায় দুই পাড়ার মধ্যে মাইক বাজছিল।সেই জায়গায় সদস্যার আত্মীয়স্বজন যায়।

এরপর মাইকের সামনে নাচানাচি করতে গেলে শুরু হয় দু’পক্ষের মধ্যে গন্ডগোল।পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বাপ্পা বলে এক আত্মীয়। সেই সময়ে সদস্যার দেওড় বিকাশ মণ্ডল বাপ্পা খামারুকে ডাকতে গিয়ে দেখেন তাকে মারধর করছে। ছাড়াতে গেলে সদস্যার দেওর বিকাশের গলা টিপে ধরে তাকেও মাটিতে ফেলে মারধর করা হয়।

https://www.facebook.com/230205334351193/videos/1962043297266112

গতকালই পুলিশ এসে বিষয়টি মীমাংসা হয়ে গেলেও। সোমবার সকালে ফের সদস্যের বাড়িতে চড়াও হয় তৃণমূলের লোকজন।সদস্যার দেওর বিকাশ মণ্ডল কে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিকাশ যেতে রাজি হয় না। সদস্যা অনিমা মন্ডল পাড়ার মধ্যে বিষয়টি মীমাংসা করে নেওয়ার আবেদন জানালে তাকে মারধর করে তৃণমূলের লোকজন বলে অভিযোগ।

তার বিভিন্ন জায়গায় মারধর করা হয় কাপড় ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ পরে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদি তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে করেন স্থানীয় তৃণমূল নেতা আব্দুর রশিদ। তিনি বলেন ,নিজেদের মধ্যে গন্ডগোল কে রাজনীতির রং দেওয়া হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

বিজেপির ছেলেরাই তৃণমূলকে মারধর করেছে। পঞ্চায়েত সদস্যাকে কেউ মারধর করেনি। উল্টে বিজেপির লোকেরা তৃণমূলের 5 থেকে 7 জন কর্মীকে মারধর করে বলে অভিযোগ তৃণমূলের।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments