পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, লাগামহীন দুর্নীতি করছেন শাসক দলের নেতারা। এই অভিযোগে মালদা জেলার চাচলে SDO অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ এ বসলেন বিজেপি নেতৃত্ব। এ দিল এ বিক্ষোভে নেতৃত্ব দেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন প্রথমে তারা চাচোল দুর্গাবাড়ি এলাকার বিজেপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যা গোটা চাচোল শহর পরিক্রমা করার পর চাচোল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন।
এদিন ওই অবস্থান-বিক্ষোভ থেকে রাজ্য সরকার ও তার বিভিন্ন দপ্তর গুলি নিয়ে সমালোচনা করেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু।সংসদ খগেন মুর্মুর অভিযোগ দিনের পর দিন এই বাংলায় সন্ত্রাসের রাজনীতি তৈরি হচ্ছে বাড়িতে পুরোপুরিভাবে মদদ দিচ্ছে শাসক দল। দিনের পর দিন বিজেপি কর্মীদের কে শাসক দলের নেতাকর্মীরা খুন করে চলেছেন।
বিজেপির অবস্থান ( মালদা )
Gepostet von ACN Life News am Freitag, 4. September 2020
এতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত দপ্তরি চুপ করে রয়েছেন। আজ বাংলার গণতন্ত্র একেবারে বিপন্ন। বাংলার গণতন্ত্রকে রক্ষার জন্যই আজ গোটা রাজ্য জুড়ে জেলার প্রতিটি মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করছেন ভারতীয় জনতা পার্টি। তাই এদিন মালদহের চাচল মহকুমা শাসকের দপ্তরে সামনে অবস্থান-বিক্ষোভ এ বসেছেন বিজেপি নেতৃত্বরা। এদিন সকাল এগারোটা থেকে ওই অবস্থান বিক্ষোভ শুরু হয় বিকেল চারটে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। পাশাপাশি পঞ্চায়েত গুলোতে লাগামছাড়া দুর্নীতি ।
তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করে বিজেপির কর্মী-সমর্থকেরা। জেলা সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল বলেন, রাজ্যজুড়ে চলতে থাকা তৃণমূলের দুর্নীতি অত্যাচারের প্রতিবাদে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি।