বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে আজ দুই দিকের দুই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় , একাধারে পশ্চিমবঙ্গ বাঁচাও, গনতন্ত্র বাঁচাও। এই দাবি নিয়ে বাঁকুড়ায় ধর্না বিজেপি নেতা কর্মী সমর্থকদের। বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে ধর্নায় বিজেপি নেতা কর্মী সমর্থকরা। এই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিজেপি সাংসদ সুভাষ সরকার সহ জেলা বিজেপি নেতৃত্ব৷
অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিষ্ণুপুর SDO অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হল বিষ্ণুপুর SDO অফিসারের হাতে | এদিন বিষ্ণুপুর বিজেপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে SDO অফিসের সামনে এসে তপ্ত রোদে রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা , শাসক দলের বিভিন্ন দুর্নীতি এবং অকারনে বিজেপি কর্মীদের এরেস্ট করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ বলে জানান বিজেপির নেতৃত্বরা ।
বিজেপির অবস্থান ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 4. September 2020
এরপর বিজেপি নেতৃত্তের 4-5 জনের একটি দল বিষ্ণুপুর SDO সাহেবের সাথে দেখা করেন এবং তাদের দাবি দাওয়া গুলি লিখিত আকারে তুলে দেন SDO সাহেবের হাতে | তবে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হরোকালী প্রতিহার , তপশিলি মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি দিবাকর ঘরামি এবং বিভিন্ন নগর ও ব্লক লেভেলের মন্ডল সভাপতি সহ বিষ্ণুপুর সাব ডিভিশনের বিজেপি কর্মী সমর্থকরা