গত 7 তারিখ লকডাউনের দিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের 4 নম্বর মণ্ডলের কোষাধক্ষ্য রাধারানী নস্কর কে মাথায় গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ বিজেপির ।
বিজেপির অভিযোগ এই ঘটনায় জড়িত আছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার প্রতিবাদে আজ বিষ্ণুপুর শহরে জেলা মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় । মিছিলটি জেলা পার্টি অফিস থেকে শুরু হয়ে বিষ্ণুপুর শহর পরিক্রমা করে আবারও জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয় ।
বিক্ষোভ মিছিল ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Mittwoch, 9. September 2020
২০০ জনেরও বেশী এই মিছিলে অংশগ্রহণ করেন। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভানেত্রী সুপ্রীতি চ্যাটার্জী, সোনামুখী নগর মণ্ডলের বিজেপির সভানেত্রী সম্পা গোস্বামী ও অন্যান্য নেত্রীরা ।
সুপ্রীতি চ্যাটার্জী এই ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান; তারা এও জানান যে, তা না হলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন।