Home আজকের খবর বিজেপির ধর্ণা

বিজেপির ধর্ণা

হুগলি জেলার রিষড়া পুরসভার অন্তর্গত সেবা সদন হাসপাতাল আগের অবস্থায় ফেরানোর দাবিতে বন্ধ হাসপাতালের গেটে ধর্ণায় বসলো বিজেপি।বৃহস্পতিবার বিজেপির ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য,কবির শঙ্কর বোস,শ্যামল বোস সহ অন্যান্য নেতা কর্মীরা।

এদিন বিজেপির ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন সমিক ভট্টাচার্য।এদিন তিনি বলেন যেখানে একটা অতিমারী পরিস্থিতি চলছে সেখানে একটা ভালো হাসপাতাল বন্ধ হয়ে আছে আর সরকার সেটা খোলার ব্যাপারে উদ্যোগী হচ্ছেনা।এদিন রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচিকে কটাক্ষ করে সমিক ভট্টাচার্য বলেন তৃণমূল সরকার এখন দুয়ারেই যাক আর ছাদেই যাক মানুষ ঠিক করে নিয়েছে তারা আর তৃণমূলের সাথে নেই।

https://www.facebook.com/230205334351193/videos/773165626600937

শুভেন্দু অধিকারীকে নিয়ে বলেন শুভেন্দুকে নিয়ে তৃণমূল নিজেরাই জল ঘোলা করেছে বিজেপি সেটা পরিষ্কার করতে যাবেনা।জল পরিষ্কার হলে মানুষ দেখতে পাবে সেখানে কত মাছ পরে আছে আর কত মাছ বেরিয়ে আসছে।

বিজেপি নেতা সমিক ভট্টাচার্য এর ধর্ণাকে অবশ্য কটাক্ষ করেছে বাম কংগ্রেস ও তৃণমূলকে।এদিন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন বিজেপির কোনো নীতি আদর্শ বা ইস্যু নেই শুধু ঘোলা জলে মাছ ধরতে নেবে পরে বিজেপি নেতারা।

হুগলি জেলা কংগ্রেসের সহ সভাপতি সাবির আলী বলেন বিজেপি দিল্লি থেকে রাজ্যের দখল নেওয়ার জন্য কিছু পরিযায়ী পাখি পাঠিয়েছে যাদের কোনো নিজেরদের ইস্যু নেই।বাম কংগ্রেসের করা আন্দোলনের শেষে এসে নিজেরা নাম কমাতে চাইছে।

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments