তৃণমূল সরকারের দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদে আজ পান্ডবেশ্বর রেলস্টেশন থেকে ডিভিসি মোড় পর্যন্ত বিজেপির যুব মোর্চার এক প্রতিবাদ মিছিল আয়োজন করেন ।
এই মিছিলে শতাধিক বিজেপি কর্মী সমর্থক ছাড়াও বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘরুই, যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায় পান্ডবেস্বর বিধানসভার বিভিন্ন অঞ্চলের মন্ডল সভাপতিরা অংশ গ্রহন করেন । মিছিল ঘিরে প্রশাসনের সুরক্ষা ব্যবস্থা ছিল যথেষ্ট ।
https://www.facebook.com/230205334351193/videos/1829610473855924
এই মিছিল থেকে জেলা সভাপতি লক্ষণ ঘরুই বলেন যেভাবে তৃণমূল সরকার রাজ্যের অস্থিরতা,অন্যায় কায়েম করেছরন মানুষ সেটা বুঝতে পেরেছেন ,তাই তিনি আশাবাদী আগামী ভোটে এই এলাকায় বিপুল ভোটে জিতবে বিজেপি ।
তিনি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি কে চ্যালেঞ্জ দিয়ে বলেন ,আগামী ভোটে তিনি এই পান্ডবেস্বর বিধানসভা থেকে যদি ভোটের দাঁড়ান তাহলে তাকে 50 হাজারের বেশি ভোটে হারাবে বিজেপি ।
কারন হিসাবে তিনি বলেন যে বিধায়ক বুঝতে পেরেছেন যে এই এলাকার মানুষ তাকে আর ভাল চোখে দেখছেনা তাই তিনি কোথাও কাপড় ,কোথাও ধুপ বিলি করে মানুষকে ভোলাতে চাইছেন এই ভাবে মানুষের উন্নয়ন হয় না ।