বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে হাওড়া থানা ঘেরাও অভিযান হাওড়া সদর বিজেপির। আজ দুপুরের হাওড়া ময়দানে এক প্রতিবাদ সভায় আয়োজন করা হয় হাওড়া বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত। হাওড়া থানার আগেই গোটা এলাকা গার্ড রেল , ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। ছিল জল কামান ও বিশাল পুলিশ বাহিনী।
থানা ঘেরাও অভিযান ( হাওড়া )
Gepostet von ACN Life News am Samstag, 22. August 2020
আজকের কর্মসূচিতে এসে বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোরোনা পরিস্থিতিতেও তৃণমূল সাধারণ মানুষকে ঘরে থাকতে দিচ্ছেন না। তাই জন্য মানুষ বিজেপির কর্মসূচিতে যোগদান করছেন স্বতঃস্ফূর্ত ভাবে। পুলিশকে ব্যবহার করে তৃণমূল যে সন্ত্রাস চালাচ্ছে তার অবসান হতে চলেছে।
অন্যদিকে সায়ন্তন বসু বলেন, আমাদের যা কার্যকর্তা মজুত ছিল তাতে আজই হাওড়া থানা গুঁড়িয়ে দেওয়া যেত। কিন্ত নতুন থানা বানানোর বরাত দলীয় তৃণমূল ফের সেখান থেকেও কাটমানি পাবে। ইট চুন সুরকি সাপ্লাই করে টাকা রোজগার করত তাই সেটা করলাম না।