এসিএন লাইফ নিউজ, ২০ সেপ্টম্বর : বিজেপির রাজ্য সভাপতি পদে বদল । সভাপতির পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে । নতুন বিজেপির রাজ্য সভাপতি হলেন সুকান্ত মজুমদার ।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হলেন দিলীপ ঘোষ । সম্ভাবনা ছিলই । সোমবার রাজ্য বিজেপি-র এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ।
রাজ্য সভাপতি হিসাবে দিলীপের মেয়াদ ফুরোনর কথা ছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে । তাঁর জায়গায় ওই পদে কে আসবেন তা নিয়ে দলের মধ্যেও আলাপ আলোচনা চলছিল । তবে ওই সময়সীমার এতটা আগেই তাঁকে সরিয়ে দেওয়া হবে তার আঁচ ঘুণাক্ষরেও পায়নি রাজ্য বিজেপি ।
এই ঘোষণার পর ট্যুইটারে সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানান দিলীপ ঘোষ । তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি ।