২১ শে বিধান সভার আগে সিপিএমের ঘরে ভাঙন, সিপিএম ছেড়ে পাঁচশ মহিলা যোগদিল বিজেপিতে।
কুলপি বিধানসভায় করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুরে বিজেপি দলিয় পতাকা হাতে তুলেদেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নি মিত্রা পাল ।
ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতিদীপঙ্কর জানা ।মহিলা মোর্চার জেলা সভানেত্রী সর্মিলা হালদার । জেলার অবজারভার । রাজ্য সাধারন সম্পদিকা।ছিলেন কুলপি বিজেপি নেতৃত্ব। কুলপি বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ২৩৫ টি বুথ থেকে প্রায় পাঁচশ মহিলা যোগদেন ।
https://www.facebook.com/230205334351193/videos/132299791692614
বিকালে দক্ষিন সুন্দরবনে প্রকাশ্য জনসভা রয়েছে । দলত্যাগিদের দাবি সিপিএমে থেকে নিজেদের মতপ্রকাশের জায়গা নেই। উন্নয়নের কাজেও বাধা হয়ে দাড়াচ্ছে।তার জেরেই এই দল ত্যাগ। এদিন মুখ্য মন্ত্রীকে করা ভাষায় মন্তব্য করেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নি মিত্রা পাল ।