বলাগড়ে কৃষি বিলের সমর্থনে বিজেপির পথ সভা এবং সিপিএম তৃণমূল থেকে ৩৫০ জন কর্মী সমর্থক বিজেপি তে যোগদান করলেন।
সোমবার হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত ডুমুরদহ নিত্যানন্দপুর ২ নম্বর অঞ্চলের শেরপুর বটতলায় ভারতীয় জনতা কৃষাণ মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল দাসের নেতৃত্বে কৃষি বিলের সমর্থনে বিজেপির সথসভা
পাশাপাশি এদিন সিপিএম তৃণমূল থেকে ৩৫০ জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলী জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী, মন্ডলের তিন সভাপতি ZP 14 অলক কুণ্ডু, ZP 15 সুদীপ্ত ভট্টাচার্য, ZP 16 বেচু নায়েক, দুই কনভেনার প্রবীর দাস, রিনা প্রামানিক ZP 15 সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস বিজেপি নেতৃত্বরা।
এদিনের সভায় নিত্য প্রয়োজনীয় কিছু কৃষি সামগ্রী তুলে দেওয়া হল হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি হাতে। পাশাপাশি গতকালের তৃণমূলের প্রতিবাদ সভা নিয়ে এদিন গৌতম চ্যাটার্জি বলেন।