বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। সমস্ত রাজনৈতিক দল ময়দানে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। থেমে নেই বিজেপিও। তাই নিজেদের দলকে আরো চাঙ্গা করতে বীরভূম জেলার দুবরাজপুরে বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক আলোচনা করা হল কর্মীদের নিয়ে।
এদিন উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সহ-সভাপতি তথা দুবরাজপুর বিধানসভার অবজার্ভার লছমন বন্দ্যোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার কনভেনার তপন সাহানা, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, জেলা কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জি, প্রলয় মুখোপাধ্যায়, মোতাহার হোসেন সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই আজকের এই সাংগঠনিক আলোচনা করা হল।
পাশাপাশি দুবরাজপুর বিধানসভায় এবার বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদী। সংখ্যালঘু ভোট প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে শ’য়ে শ’য়ে মানুষ আসছে।