সরস্বতী পূজা উপলক্ষে বুধবার সকালে গোলাপটি কিশোর সংঘের উদ্যোগে আয়োজন করা হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এদিন প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান প্রতিবছর বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকে এই ক্লাব। এই মুহূর্তে জেলা জুড়ে চলছে রক্ত সংকট। তাই রক্ত সংকট মোকাবেলায় এই উদ্যোগ।