মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো জলঙ্গি ব্লকের নরসিংপুর কলেজে, প্রথমে পতাকা উত্তোলনের মধ্যেও দিয়ে আজকের এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গের প্রাদেশিক কৃষক সভার সভাপতি নৃপেণ চৌধুরী।
রক্তদানের বিষয়ে রক্তদাতাদেরকে উৎসাহিত করার জন্য রক্ত দানের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।
এদিন প্রায় ৭০ জন রক্তদাতা রক্ত দান করেন।
https://www.facebook.com/230205334351193/videos/1130055574111609
এদিন ছেলেদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন
জেলা কৃষক সভার সভাপতি ও সম্পাদক, জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ বিভিন্ন কমরেডগণরা।