পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ।আজ রবিবার এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ভাতার বাজারে হাউসিং কমপ্লেক্সের পশ্চিম দিকে একটি ফাঁকা জমির ওপর রবিবার সকালে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের কপালের কাছে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা জানান মৃত ব্যক্তি ভবঘুরে। দুদিন ধরে ভাতার বাজারে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল।
মৃতদেহ যেখানে উদ্ধার হয় তার পূর্ব দিকেই রয়েছে হাউসিং কমপ্লেক্সের উঁচু পাঁচিল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।