বাঁকুড়ার সারেঙ্গায় উদ্ধার বস্তা বন্দী মৃত দেহ। সারেঙ্গার কাশিবন এলাকায় একটি মোটর সাইকেল শোরুমেরর পাশে মাঠের মাঝে একটি নালা থেকে উদ্ধার ওই বস্তাবন্দী মৃত দেহ। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সারেঙ্গা থানার পুলিশ।
পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন। পরিবার সূত্রে খবর, পুলিশ ও পরিবার সূত্রে খবর, সারেঙ্গার বাসিন্দা মৃত ব্যক্তির নাম অনাদি লোহার (৩৯)।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মাঠের মাঝে ওই বস্তা দেখতে পান স্থানীয়রা। তারপর কাছে গিয়ে দেখেন বস্তার মধ্যে মৃত দেহ রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর যায় পুলিশে। বাড়িতে তাঁর এক নাবালক ছেলে ও এক নাবালক মেয়ে এবং স্ত্রী রয়েছে।
ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য এলাকায়। খুনের অভিযোগ মৃতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবী করে দোষী দের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন প্রতিবেশীরাও। সারেঙ্গা থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর।