মালদা, ১৪ জুলাই : মাটি খুঁড়ে মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ ৷ ঘটনাটি মালদার চাঁচলের মল্লিকপাড়ার । এদিন চাঁচলের ডেপুটি ম্যাজিস্ট্রেট কল্যান বড়ুয়ার উপস্থিতিতে মল্লিকপাড়া বাঁধ এলাকায় অভিযুক্তের বাড়ির মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ তবে ঠিক কি কারণে খুন তা এখনও স্পষ্ট হয়নি ৷ ঘটনায় ইতিমধ্যেই নিহতের স্বামী মহম্মদ আলিকে গ্রেফতার করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে এলাকার বসিন্দারা তীব্র পচা দুর্গন্ধ পান ৷ তৎক্ষণাৎ তাঁরা খবর দেয় চাঁচল থানায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ বাসিন্দাদের অভিযোগ, মোহাম্মদ আলি তার স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে রেখেছে । অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত বলে জানায় পুলিশ ৷ এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকালই শুরু হয় বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে খননকার্য ৷ কিন্তু অন্ধকারের কারণে খননকার্য বন্ধ রাখা হয়।
এরপর আজ সকাল ১১টা নাগাদ পুনরায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয় । মাটি খনন করে পচা গলা মৃতদেহ উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।