এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আউসগ্রাম এর ভেদিয়ায়। পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর ভেদিয়ার রেলসেতুর নিচে এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম নাসির সাউ। বয়স ২৬ বছর। বাড়ি আউসগ্রাম এর কাটা টিকুরি গ্রামে ।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত্রে মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নাসির। কিন্তু রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও নাসিরের সন্ধান পাওয়া যায়নি । অবশেষে ভেদিয়ার রেল সেতুর নিচে নাসিরের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিহতের মা ফিরোজা বিবি জানান, ভেদিয়ার এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল নাসিরের। বাড়িতে সব সময় ফোনে ওই মেয়েটির সঙ্গে কথাবার্তা বলত। এই নিয়ে বৌমার সঙ্গে মাঝে মধ্যে অশান্তি সৃষ্টি হতো।
আমরা বারবার নিষেধ করেছিলাম কিন্তু আমাদের কথা শুনেনি। নাসিরের দুই নাবালক সন্তান রয়েছে। আমাদের অনুমান আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । আমরা চাই দোষী ব্যক্তিদের উপযুক্ত সাজা হোক। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন থেকে এলাকার মানুষজনের।