শুভেন্দু ঝড় এবার বাঁকুড়াতেও রাজ্যের মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী এদিকে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হল বাঁকুড়া জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক কে ।
দল বিরোধী কাজের অভিযোগে এবার তৃনমূল থেকে বহিস্কার করা হল যুব তৃনমূলের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাসকে।
https://www.facebook.com/230205334351193/videos/2853876381602211
আজ বাঁকুড়া তৃনমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃনমূলের বাঁকুড়া জেলা কমিটির চেয়ারম্যান শুভাশিষ বটব্যাল। সম্প্রতি এই বিদ্যুৎ দাসকে শুভেন্দু অধিকারীর একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। শুভেন্দু যোগের কারনেই তৃনমূলের এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।