বলাগড়ে ২৩ তম বাউল ও লোকসাংস্কৃতিক উৎসব শুরু হল।
হুগলী জেলার গুপ্তিপাড়া চরকৃষ্ণবাটী শক্তিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল ২৩ তম বলাগড় বাউল ও লোক সাংস্কৃতিক উৎসব। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বলাগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় প্রামাণিক।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রিনা প্রামানিক, চরকৃষ্ণবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান দিবসী মাহাতো, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল, গুপ্তিপাড়া বৃন্দাবন মঠের মহারাজ গোবিন্দনন্দ পুরী মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এই বাউল মেলায় জনসাধারণের পাশাপাশি শ্রোতাদের ভিড় দেখা যায়। নানান রকম দোকানে সেজে উঠেছে এই মেলায় ।