বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠলো রতুয়া থানার ভাদো এলাকা।সাতসকালে রাজ্য সড়কের পাশে একটি শৌচাগারে বিস্ফোরণ হয়।বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে হুরমুড়িয়ে ভেঙে পড়ে ওই শৌচাগার।উড়ে যায় শৌচাগারের ছাদ।কি করে
এলাকায় বোমা আসলো তা নিয়ে রীতিমতো ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যদিও সমগ্র দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছেন রতুয়া থানার পুলিশ।
ভাদো এলাকায় রাজ্য সড়কের পাশে রয়েছে একটি গোডাউন। স্থানীয় ব্যবসায়ী সেক ইসমাইলের এই গোডাউনটি বর্তমানে বন্ধ রয়েছে। এই গোডাউন লাগুয়া রয়েছে তাদের শৌচাগার।
বোমা বিস্ফোরণ ( মালদা )
Gepostet von ACN Life News am Montag, 12. Oktober 2020
সোমবার সকালে সকলেই বাজার সহ নিত্যপ্রয়োজনীয় কাজে ছুট ছিলেন। ঠিক তখনই বিকট শব্দে কেঁপে ওঠে ভাদো স্ট্যান্ড এলাকা। গোটা এলাকায় হইচই ছড়িয়ে পড়ে। ওই শৌচাগারে বোমা বিস্ফোরণ হতেই ভেঙে পড়ে শৌচাগারটি। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রতুয়া থানার পুলিশ কর্মীরা। খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
তবে এলাকায় বোমা আসলো কি করে তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।যদিও এই ঘটনার পেছনে মাদক নেশায় আসক্ত যুবকদের যুক্ত থাকার অনুমান করছেন এলাকাবাসী।
তারা জানিয়েছেন, সন্ধ্যের পর বেশ কিছু নেশায় মত্ত যুবকদের আনাগোনা রয়েছে এলাকায়। সেই সমস্ত নেশায় আসক্ত যুবকরা হয়তো এই বোমা মজুদ করেছিল। সেই বোমায় বিস্ফোরণ হয়ে যায়। যদিও কারা এই বোমা মজুদ করার পেছনে যুক্ত তার সমগ্র দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন এ আবেদন আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা