বীরভূম জেলার দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ১
গতকাল সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে তরুন ডোম নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিজেপি কর্মী তরুন ডোম পলাতক। তরুণ ডোমের দাদা বসন্ত ডোমকে আটক করেছে দুবরাজপুর থানার পুলিস। হীরা ডোম নামে এক গ্রামবাসী জানান, গতকাল বৈকালে আমরা যখন মাঠে কাজ করতে গিয়েছিলাম তখন একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। তড়িঘড়ি ছুটে আমরা সবাই গ্রামবাসীরা আসি। তারপর পুলিশ আসে ঘটনাস্থলে। অন্যদিকে লোবা অঞ্চলের যুব সভাপতি অনিমেষ গড়াই জানান, চণ্ডীপুর গ্রামটা খুবই শান্ত।
কিছু বিজেপি নামধারী কর্মী বাড়িতে বাড়িতে বোমা মজুত রাখছে। তারই কাল একটা বহিপ্রকাশ ঘটল। পাশাপাশি তিনি বলেন, তরুন ডোমের বাড়ীর পাশে কিছু ছাত্রছাত্রীদের টিউশন পড়াচ্ছিলেন একজন শিক্ষক। তাদের ছুটি দেওয়ার ৫ মিনিট পর বোমা বিস্ফোরণ হয়। যদি আগে হত তাহলে কী হত? অন্যদিকে বিজেপির দুবরাজপুর A মণ্ডলীর সভাপতি সাধন ধীবর জানান, এটা পুরোটাই সাজানো।
বোমা বিস্ফোরণ ( বীরভূম )
Gepostet von ACN Life News am Samstag, 12. September 2020
গতকাল তরুণ ডোমের বাড়ীতে সিলিণ্ডার ফেটে বিস্ফোরণ হয়। পুলিশকে এখন তৃণমূল যা বলছে পুলিশ তাই করছে। তৃণমূল এখন বোম বারুদ নিয়ে খেলা করছে, বিজেপি এসব করতে পারে না। বিজেপিকে ফাঁসানোর জন্য এসব চক্রান্ত করছে। তরুণ ডোমের দাদা বসন্ত ডোমকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে জানান, গতকাল দুবরাজপুর থানার চণ্ডীপুর গ্রামে যে বিস্ফোরণ হয় তার পরিপ্রেক্ষিতে বসন্ত ডোমের নামে এক্সপ্লসিভ সাবস্টেন্স এক্ট ৩ ও ৪ ধারা মতে অভিযোগ দায়ের হয়। তাই বসন্ত ডোম সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং বসন্ত ডোমের বাড়ীতে গিয়ে তল্লাশি চালায় এবং সেখানে এক্সপ্লসিভ পাউডার, বিজেপির পতাকা উদ্ধার করে। আজ আদালতে বসন্ত ডোমের জামিন খারিজ করে এবং ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।