এক বিজেপি কর্মীর পরিত্যক্ত বাড়ির বাগান থেকে উদ্ধার হল তিন বালতি তাজা বোমা । ঘটনাটি জামুরিয়া বিধানসভার খোট্টাডিহি গ্রামের । তদন্ত শুরু করেছে পুলিশ ।
মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে খোট্টাডিহি গ্রামের ডাঙ্গাল পাড়ায় বিজেপি কর্মী কার্তিক মন্ডল এর একটি পরিত্যক্ত বাড়ির বাগানে তল্লাশি চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তিন বালতি তাজা বোমা । বালতির মধ্যে বালি দিয়ে ঢাকা ছিল বোমা গুলো । 26 তারিখ সোমবার পশ্চিম বর্ধমান জেলায় ভোট হয় । শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটলেও ভোটের পরের দিন একসাথে এতগুলো তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা । বোমা গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
https://www.facebook.com/230205334351193/videos/525114208490790
এলাকার তৃণমূল প্রার্থী হরেরাম সিং বলেন খুবই উদ্বেগজনক ঘটনা । ভোটে বুথ দখল করতেই বিজেপি বোমা-গুলি মজুদ করেছিল বলে অভিযোগ করেন তিনি । ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানান হরেরাম বাবু ।
অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় দলের যোগ অস্বীকার করা হয় বিজেপির পক্ষ থেকে । বিজেপি নেতা গৌতম মন্ডল জানান যেখান থেকে বোমাগুলো উদ্ধার হয়েছে সেটি একটি পরিত্যক্ত বাড়ি । বাড়িটি তে দরজা নেই ।যে কেউ সেখানে বোমা-গুলি রেখে যেতে পারে । গৌতম বাবু পাল্টা দাবি করেন বোমা-গুলি মজুতের পেছনে তৃনমূলের হাত থাকতে পারে । এলাকায় বিজেপির সংগঠন মজবুত । তাই ভোট লুটের মতলবে তৃণমূল বোমাগুলি মজুত করেছিল । কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণে তারা সেগুলি ব্যবহার করতে পারেনি বলে গৌতম বাবু জানান । বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে উত্তেজনা ।
শান্তি বজায় রাখার জন্য রাতে এলাকায় রুট মার্চ করে কেন্দ্র বাহিনী জাওয়ানরা । কে বা কারা কি উদ্দেশ্যে বোমা-গুলি মজুদ করেছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পাণ্ডবেশ্বর থানা সূত্রে খবর । এদিকে আগামী 29 তারিখ বীরভূম জেলায় ভোট । যেখান থেকে বোমা গুলি উদ্ধার হয়েছে সেটি বীরভূম সংলগ্ন । সেখানে সরবরাহের জন্য বোমা-গুলি মজুত করে রাখা হয়ে ছিল কিনা সেই বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে ।