কেন্দ্রীয় সরকারের জিএসটি আইন সংশোধনের দাবিতে সারা ভারতজুড়ে ব্যবসা বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেলেও বাঁকুড়া জেলাতে।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডসের জেলার সহযোগী সংগঠন বাঁকুড়া চেম্বার অফ্ কমার্স ইন্ডাস্ট্রিজ সারা ভারত ব্যবসা বন্ধের প্রভাব পড়লো বাঁকুড়া জেলাতেও। ব্যবসা বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে বাঁকুড়া জেলা জুড়ে। ব্যবসা বাণিজ্য বন্ধের ফলে একপ্রকার বন্ধের চেহারা নিয়েছে বাঁকুড়ার ম্যানচেস্টার নামে পরিচিত নতুনগঞ্জ বাজার সহ বড়বাজার, চকবাজার, পৌরসভা বাজার, কৃষক বাজার সহ অন্যান্য ব্লকের বাজারগুলিতেও।
কেন্দিয় জিএসটি বিল সংক্রান্ত সংশোধনীর ফলে পরিবর্তিত পরিস্থিতিতে জটিল থেকে জটিলতর হচ্ছে ব্যবসায়ীদের সামনে। জিএসটির সরলীকরণ না হলে ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ীরা পণ্য পরিষেবা কর দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে কেন্দ্রীয় সরকার ব্যবসায়িক ক্ষেত্রে জিএসপি পুনর্বিবেচনা করে সরলীকরণ না হলে ক্ষতিগ্রস্ত হবেন আপামর ব্যবসায়ী সমাজ। এরই প্রতিবাদে আজ ২৪ ঘন্টা দেশজুড়ে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। ব্যবসা বন্ধের ফলে সমস্যায় পড়বেন সাধারণ নিত্য ক্রেতা সহ ছোট দোকানদারেরা।
আজ জিএসটি বিল সংক্রান্ত ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল সংগটিত করে চেম্বার অব কমার্সের বাঁকুড়া জেলার ব্যবসায়ীরা। পরে জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেন। আগামী দিনে জিএসটি সংক্রান্ত বিল পুনর্বিবেচনা না করলে লাগাতার আন্দোলন ও ধর্মঘটের হুমকি দিয়েছেন বাঁকুড়া জেলা চেম্বার অফ কমার্স সংগঠনের নেতৃত্ব।