Home ৪০ লক্ষ কুন্তলের দেওয়া ল্যান্ড রোভারের ৪০ লক্ষ ফেরালেন ইডিকে ,বনি।

কুন্তলের দেওয়া ল্যান্ড রোভারের ৪০ লক্ষ ফেরালেন ইডিকে ,বনি।

বনি ঝুঁকি নিলেন না আর।দুর্নীতির কথা না জেনেই যে টাকা (40 lakh) তিনি কুন্তল ঘোষের থেকে নিয়েছিলেন, তা তিনি ফিরিয়ে দেবেন। এবার সেই ৪০ লক্ষ টাকা ইডি-র হাতেই তুলে দিলেন টলি অভিনেতা। জানা গেছে, গতকাল, বৃহস্পতিবারই তিনি ওই টাকা ইডি-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়েছেন সরাসরি।সম্প্রতি এই তদন্তে ইডি-র হাতে ধরা পড়েন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর গ্রেফতারির পরেই টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও তাঁর প্রেমিকা, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের নাম উঠে আসে।

কুন্তলই ইডি আধিকারিকদের কাছে দাবি করেন, দুর্নীতি টাকা থেকেই তিনি বনিকে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন গাড়ি কিনতে। অন্যদিকে কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী কৌশানী।এর পরেই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় বনিকে। দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, জানা যায়, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় ল্যান্ডরোভার গাড়ি কিনেছিলেন বনি।

২০১৭ সালে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমেই, গাড়ি এসেছিল বনির বাড়িতে। বনি এ-ও জানিয়েছিলেন, এত টাকার গাড়ির বিনিময়ে তিনি ওই যুবনেতা কুন্তলের বহু অনুষ্ঠান বিনাপয়সায় করে দিয়েছিলেন।এর পরেই বনি সাংবাদিকদের সামনে জানান, ওই চল্লিশ লক্ষ টাকা তিনি ইডিকে ফেরত দেওয়ার ব্যাপারে ভেবে দেখবেন। বৃহস্পতিবারই তা ফিরিয়ে দিলেন অভিনেতা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments