পঞ্চায়েত প্রশাসনের তরফে বন্যার্তদের মিলল ত্রান, ত্রিপল পাওয়াতে ধরাছোয়া
বন্যার্ত্য পরিবারগুলিকে ত্রান প্রদান করা হলো শূক্রবার। এদিন চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর অঞ্চলের জলমগ্ন গ্রাম মথুরাপুরের বন্যার্ত্যদের কাছে শুকনো খাবার ও পরিস্রুত পানীয় জলে পৌঁছে দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত সূত্রে খবর।
ওই এলাকায় ১৩০ টি পরিবারের মাঝে ত্রান প্রদান করা হয়েছে জানিয়েছেন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি খাতুন। কেউ ছুট পরলে যোগাযোগ করলেই ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন।
বাসিন্দাদের অধিকাংশের অভিযোগ, এখনো পর্যন্ত ত্রিপল পায়নি।
তবে নাম নথিভুক্তকরণ হয়েছে, বেশ কিছূ ক্ষতিগ্রস্তকে দেওয়া হয়েছে।
পর্যাপ্ত পরিমানে ত্রিপল নেই। আসলেই সমস্ত ক্ষতিগ্রস্তকে দেওয়া হবে বলে পঞ্চায়েতের তরফে বলা হয়েছে।
জেলা সেচ দপ্তর জানিয়েছেন শুক্রবার মহানন্দা নদীর জলস্তর রয়েছে২১.৮৫ মিটার। যা গতকালের তুলনায় ১৮ সেন্টিমিটার বাড়তি হয়েছে।
তবে বিপদসীম থেকে ৮৫ সেন্টিমিটার জল হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী বসবাসকারী মানুষদের।