পূর্ব বর্ধমানের ভাতার থানার বড়বেলুন গ্রামের ১৪ হাত উচ্চতার ঐতিহ্যবাহী কালী বড়মার মূর্তি তৈরির কাজ চলছে জোর কদমে। আপনার দেখছেন সেই ছবি এ সি এন লাইফ নিউজ এর পর্দায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিপুজোর সময় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এ স্থানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা বড়মার পুজো দিতে ও দর্শন করতে আসেন ভাতারের বড়বেলুন গ্রামে।
পুজোর কটা দিন মেলার বাসায় এই স্থান হয়ে ওঠে মহা মিলন ক্ষেত্র। তবে এ বছরে করোনা পরিস্থিতির জন্য ভিড় এড়াতে মেলা বসবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা এবং স্বাস্থ্যবিধি মেনে এবছরের কালি বড়মার পূজা অনুষ্ঠিত হইবে।
https://www.facebook.com/230205334351193/videos/1079826582449588
ইতিহাস সূত্রে জানা যায় প্রায় ৭০০ বছর আগে বড়মার পুজো স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন সাধক ভৃগুরাম ভট্টাচার্য । জনশ্রুতি আছে তিনি কেতুগ্রামের বেহুলা থেকে চলে আসেন ভাতারের বড়বেলুন গ্রামে। এলাকা ছিল জঙ্গলাকীর্ণ ।জঙ্গলের মাঝে শ্মশানে কুটির তৈরি করে বসবাস করতেন এবং সাধনা করতেন ভৃগুরাম ।
তিনি প্রথমে ছোট ছোট একটি করে কালীমূর্তি তৈরি করে পূজার্চনার পর সদ্যদিনে বিসর্জন করতেন। তারপর দেবীর স্বপ্নাদেশে পেয়ে ১৪ হাত মূর্তির কালীপূজা শুরু হয়। বর্তমানে বড়মার কালীপুজো নামে পরিচিত ।সেই থেকে ভৃগুরামের উত্তরসুরীরা বড়বেলুন গ্রামের ভট্টাচার্য্য পরিবারের ,এই কালীপুজো পুজো হয়ে আসছে। বর্তমানে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই পূজো পরিচালনা করা হয়।