এ এক অন্য বর্ষবরণ কনকনে হাড় হিম করা ঠান্ডায় 2021 খানা ডুব লাগিয়ে নতুন বছর কে স্বাগত জানালেন বিষ্ণুপুরের এক যুবক ।
সময়ের দাবি মেনে পুরোনোকে বিদায় জানাতেই হয়। আর স্বাভাবিক নিয়মে পুরানোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলেই। ঠিক সেইভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত বিগত ছ’বছরের মতো এবারও সাত সকালে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির শহরের লালবাঁধে।
লালবাঁধের কনকনে ঠাণ্ডা জলে ২০২১ টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সে। অভিনব এই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে লালবাঁধের পাড়ে হাজির ছিলেন অসংখ্য মানুষ। মুহূর্মুহু করতালির মধ্য দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করলেন সকলে।
https://www.facebook.com/230205334351193/videos/418146419625869
লালবাঁধের জলে ডুব দিয়ে উপরে ওঠে সদানন্দ দত্ত বলেন, ২০২১ টি ডুব দিয়ে নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানালাম। পাশাপাশি এই মুহূর্তে তাঁর অন্যতম লক্ষ্য গিনেজ বুকে নাম তোলা। কিন্তু কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে কিছুই জানা নেই। এই কাজে প্রশাসনিক সাহায্যও মেলেনি দাবি করে তিনি তার এই লক্ষ্যেই এখন এগিয়ে যেতে চান বলে জানান।
নতুন বছরে মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনব এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও। ডানকুনি থেকে আসা পিয়াসা দে সরকার বলেন, দীর্ঘ অতিমারীর সময়কালে অনেক দিন পর বাইরে বেরিয়ে বিষ্ণুপুর বেড়াতে এসেছিলাম। আর বছরের প্রথম দিনে লালবাঁধের পাড়ে দাঁড়িয়ে অভিনব বর্ষবরণের সাক্ষী তিনি থাকলেন বলে জানান।