এখন ট্রেন্ডিং ভিডিও গুলির মধ্যে রয়েছে, কোনও পিতা-পুত্রের গানের ভিডিও, বা কোনও মা-মেয়ের নাচের ভিডিও, ঠাকুমা-নাতনি, শাশুড়ি-বউমার চমকপ্রদ নাচ-সবটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনদের মন ভালো হয়ে যাচ্ছে।
তবে কখনও দেখেছেন কি, শ্বশুর-বউমার যুগলবন্দী, হ্যাঁ, সম্প্রতি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত ‘মন মোর মেঘেরও সঙ্গী’ (Monomor Meghero Songi) গানের সঙ্গে ফ্রেমবন্দি হল, শ্বশুর-বউমার একটি নস্টালজিক পারফরম্যান্স।রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। তাই বাঙালি প্রতিটি শিল্পে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) জড়িয়ে রয়েছে।
তেমনি একটি রবীন্দ্র সঙ্গীত হল, ‘মন মোর মেঘেরও সঙ্গী’। নানারকম অনুষ্ঠানে এই গানটিতে এখনও পারফরম্যান্স করে থাকেন একাধিক নৃত্য শিল্পীরা। এবার এই গানেই অসাধারণ নৃত্য পরিবেশন করলেন বউমা পায়েল। রয়েছে চমক, শ্বশুর হারমোনিয়ামে সুর তুলে কন্ঠ দিয়েছেন এই গানে, আর বউমা তাতে দারুণ নৃত্যকলা দেখিয়েছেন। তবে এই যুবতীকে আপনারা মোটামুটি সবাই চেনেন।
কারণ নিজেদের বিয়ের অনুষ্ঠানে, একেবারে জোড়ায় নেচেছিলেন এই যুবতী এবং তাঁর স্বামী। যে ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল।নৃত্যের তাঁদের দুজনের চরম রসায়ন দেখে ঘুম ওড়ে সবার। তাঁর ইনস্টাগ্রামের প্রোফাইলের নাম, ‘ঘুঙুর’। সেখানেই একাধিক নৃত্যের ডালি নিয়ে আবির্ভূত হন এই দম্পতি।
তবে এবার শ্বশুর সঙ্গে ফ্রেমবন্দি হলেন পায়েল। শ্বশুর পাশে কন্ঠ ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানটি করছেন হারমোনিয়াম বাজিয়ে আর পায়েল সুন্দর একটি শাড়ী পরে দুর্দান্ত নাচলেন।সম্প্রতি এই ভিডিওটি Dance with payel নামের ওই ইউটিউব প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। দু সপ্তাহের আগে হলেও, এখনো পর্যন্ত এই ভিডিওটিতে কয়েক হাজার পছন্দের সংখ্যা অতিক্রম কর�