পুরোহিত ভাতা চালু করার জন্য বাঁকুড়ার সারেঙ্গায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে মিছিল হল সারেঙ্গায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা রাজ্যে পুরোহিত ভাতা দেওয়ার ঘোষণা করেছেন।
প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক ভাবে রাজ্যের সাড়ে আট হাজার পুরোহিত প্রর্থম পর্যায়ে ভাতা পাবেন, পরবর্তী কালে আরো বাকিরা পাবেন বলে জানানো হয়েছে, একই সাথে আর্থিক ভাবে দূর্বল দের বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরী করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পুরোহিত ভাতা চালু করার জন্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। এই সাথে মিছিল থেকে সমস্ত পুরোহিত ব্রাহ্মণদের ভাতা এবং সকল স্বাস্থ্য সাথী প্রকল্পে যুক্ত করার ও দাবী জানানো হয়।
ব্রাহ্মনদের মিছিল ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Samstag, 19. September 2020
তবে বিজেপির অভিযোগ, ইমাম ভাতা চালু হল, এত দিন পর পুরোহিত ভাতা চালু করার কথা মনে পড়লো। তাহলে অনান্য সম্প্রদায় খ্রীস্টান পাদরি বা আদিবাসী সম্প্রদায়ের ধর্মগুরুরা কেন পাবে না? একই সাথে বিজেপির দাবী ভাতা নয়, মূখ্যমন্ত্রী চাকরী দিন।