অনুব্রতর জামিন চেয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়া হয়েছিল।এই ঘটনায় দুদিন ধরে সরগোল পরে যায়, বর্ধমানের এস ডি ই এম আদালতের পেসকার বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।এই বিষয়ে বাপ্পাদিত্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।বুধবার বিকেলে আসানসোল পুলিশের একটি দল তার কাছে আসে এবং হুমকি চিঠি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।
বেশ কয়েকজনের টিম থাকলেও দু’জন পুলিশকর্মী তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানিয়েছেন বাপ্পা। এই বিষয়টি নিয়ে বর্ধমানের এস ডি ই এম আদালতের পেশকার বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয় । বাপ্পার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই নিয়ে সংগঠনের তরফে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করে সঠিক দোষী ব্যক্তির শাস্তির দাবী জানানো হয়েছে।