পৃথিবীর সবচেয়ে দামি কাঠের মধ্যে অন্যতম হল চন্দন গাছের কাঠ৷ সাধারণত তা কেজি পিছু ৭-৮ হাজার টাকাতেও কোথাও কোথাও বিক্রি হয়৷ কিন্তু কাঠের এককেজির দাম ৭-৮ লক্ষ টাকা, এমনটা দেখেছেন কোনওদিন?এই যে কাঠের কথা এখানে বলা হচ্ছে, সেটির এক কেজির দাম দাঁড়ায় ৭ থেকে ৮ লক্ষ টাকা৷ যা দিয়ে সহজে একটি গাড়ি কিনে ফেলা যায় বা কয়েককেজি বিক্রি করতে পারলে তো আপনি কিনে নিতে পারেন বাড়িও৷ হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই সত্যি৷আমরা আলোচনা করছি আফ্রিকান ব্ল্যাক উড নামে এই বিশেষ প্রকার গাছ নিয়ে৷ এই এক একটি গাছের উচ্চতা হয় গড়ে ২৫-৪০ ফুট৷ পৃথিবীর ২৬টি দেশে এই গাছের সন্ধান মেলে৷
মূলত আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চল ও দক্ষিণে এই গাছের প্রাধান্য বেশি৷এই ধরনের গাছ পৃথিবীতে বিরলতম হিসাবে চিহ্নিত করা হয়, সেই কারণেই এগুলির দাম এমন আকাশছোঁয়া৷ অন্য সমস্ত গাছের তুলনায় এই গাছের সংখ্যা অত্যাধিক কম, আর সেই কারণেই এগুলির চাহিদা এত বেশি৷তবে এই গাছ পুরোপুরি বড় হতে সময় নেয় মোট ৬০ বছর৷ কেনিয়া, তানজানিয়ার মতো দেশে এই গাছের অত্যাধিক উপস্থিতি দেখা যায়৷ কাঠ চোরাচালানকারীরা এই গাছের জন্য সাধারণত অনেক কাঠখড় পোড়ান ওই অংশে৷ বিপুল পরিমাণে এই গাছ কাটার জন্য এটির সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে৷