কলকাতা শহর থেকে শুরু করে, এক জেলা থেকে অপর জেলায় যাতায়াতের অন্যতম ভরসা বাস। নিয়ম অনুযায়ী, বিভিন্ন রুটে বিভিন্ন বাস পরিষেবা থাকে। কিন্তু এই Bus শব্দটি একটি ইংরাজি শব্দ। আর এই নামেই বাস বেশি পরিচিত সকলের কাছে।কিন্তু এই বাস শব্দের বাংলা অর্থ অনেকেই জানেন না, বিষয়টি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন।উইকিপিডিয়া মতে, ১৮২০ সাল নাগাদও বাস পরিষেবা ইউরোপে ছিল।
কিন্তু সেটা ছিল ঘোড়ায় টানা বাস।১৮৮২ সাল থেকে মোটর চালিত বাসের চলাচল শুরু হয়। তারপরে বাস পরিষেবা বিভিন্ন ভাবে উন্নত হতে থাকে।বাস শব্দের ইংরাজি অনুবাদ করলে দাঁড়ায়, সাধারণ যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট রুটে আসা যাওয়ার জন্য বড় গাড়ি। তবে এর বাংলা শব্দ অনেকেই জানেন না। কারণ যে কোনও লেখায় কিংবা লোকমুখে বাস শব্দটি বেশ প্রচলিত এবং জনপ্রিয়।বাস শব্দের প্রকৃত বাংলা অনুবাদ হচ্ছে, যাত্রীবাহী বড় মোটরগাড়ি।