নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত বয়াল2 গ্রাম পঞ্চায়েতের অধীন আশদতলা গ্ৰামে দীর্ঘদিন রাস্তা খারাপ ও জলের সমস্যার কারণে নন্দীগ্রাম তেরোপেখিয়া রোড বেদ মন্দির বাসস্ট্যান্ডে অবরোধ করল গ্রামের মহিলারা।
তাদের দাবি দীর্ঘদিন এইগ্রামে পঞ্চায়েত অফিসে ও দুয়ারে সরকারে জানিয়ে কোন লাভ হয়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসারদের কাছে বিক্ষোভকারিরা তাদের ক্ষোভ উগড়ে দেয়। অবরোধকারীদের দাবি যতক্ষণ না বিডিও অফিসার আসে ততক্ষণ অবরোধ চলবে।