Home sad news ডেঙ্গি তে আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনারও , আতঙ্কিত রাজ্য বাসী।

ডেঙ্গি তে আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনারও , আতঙ্কিত রাজ্য বাসী।

 

 

বুধবার রাজ্যে নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর।গত দু’দিন ধরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় তিনি পরীক্ষা করান।

রিপোর্ট আসার পর দেখা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত। রিপোর্ট আসার পরই বিনীতকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে।

এই মুহূর্তে ৪৮৫ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতা ও হাওড়া ছাড়াও হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং-এ ডেঙ্গির প্রকোপ বেশি। এ অবস্থায় নিজেকে সুরক্ষিত রাখবেন কী ভাবে?পরামর্শ দিলেন কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক বিভূতি সাহা।

এর পাশাপাশি কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মানুষ এর মৃত্যু হয়েছে। এবার সেই ডেঙ্গু ছড়ালো জেলাতেও বজ বজ দু নম্বর ব্লকের অন্তর্গত ১১ টি গ্রাম পঞ্চায়েতে এবার ডেঙ্গুর হানা, ইতিমধ্যে আটজনের রক্তে ডেঙ্গুর ভাইরাস পাওয়া গেছে ।

বিশেষ করে বজবজ ২ নম্বর ব্লকের কামরা গ্রাম পঞ্চায়েত এবং ইতালি গ্রামে বেশ কিছুদিন ধরে মানুষজন জ্বরে আক্রান্ত। আতঙ্কে এলাকাবাসী এমত অবস্থায় এগিয়ে আসলো বজবজ পুরসভা

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments