Home আজকের খবর নথি সংগ্রহ করল সিবিআই

নথি সংগ্রহ করল সিবিআই

প্রায় ৬ ঘন্টা ধরে বোলপুর সাব রেজিস্ট্রি অফিসে থেকে নথি সংগ্রহ করল সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল সহ তাঁর ঘনিষ্ঠদের নামে রেজিষ্ট্রেশন হওয়া জমির হদিস মিলল তদন্তকারী অফিসারদের হাতে৷ সেখান থেকে বেরিয়ে বোলপুরে বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যায় সিবিআই অফিসারেরা। জমির রেজিষ্ট্রেশনে লেনদেনের প্রক্রিয়া খতিয়ে দেখেন গোয়েন্দারা।

অনুব্রতকে সিবিআই আদালতে তোলা হওয়ার আগে তথ্য সংগ্রহ করতে জোর তল্লাশি চালায় গোয়েন্দারা৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামে বল্লভপুরে ২ বিঘা জমি, দেহরক্ষী সায়গল হোসেন ও তার আত্মীয়দের নামে জমি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার সাফাই কর্মী বিদ্যুৎ বরণ গায়েনের নামে একাধিক জমি রেজিষ্ট্রেশনের নথি পায় সিবিআই। এছাড়া, এই জমি রেজিষ্ট্রেশনে নগদ লেনদেন হয়েছিল, নাকি চেক মারফৎ লেনদেন হয়েছিল।

সেই চেক কার নামে ছিল সেই সমস্ত তথ্য সংগ্রহ করে সিবিআই অফিসারেরা। রেজিস্ট্রি অফিসে আধিকারিকদের সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা৷ পরে বোলপুরে একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে চেকগুলি মিলিয়ে দেখেন তদন্তকারী অফিসারেরা৷ অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার সময় এই তথ্যগুলি জমা দেবে সিবিআই। গোরু পাচারের টাকাতেই কি এই সম্পত্তি ক্রয়, তারই হদিস পেতে দিনভর জোর তল্লাশি চলে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments