প্রায় ৬ ঘন্টা ধরে বোলপুর সাব রেজিস্ট্রি অফিসে থেকে নথি সংগ্রহ করল সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল সহ তাঁর ঘনিষ্ঠদের নামে রেজিষ্ট্রেশন হওয়া জমির হদিস মিলল তদন্তকারী অফিসারদের হাতে৷ সেখান থেকে বেরিয়ে বোলপুরে বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যায় সিবিআই অফিসারেরা। জমির রেজিষ্ট্রেশনে লেনদেনের প্রক্রিয়া খতিয়ে দেখেন গোয়েন্দারা।
অনুব্রতকে সিবিআই আদালতে তোলা হওয়ার আগে তথ্য সংগ্রহ করতে জোর তল্লাশি চালায় গোয়েন্দারা৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামে বল্লভপুরে ২ বিঘা জমি, দেহরক্ষী সায়গল হোসেন ও তার আত্মীয়দের নামে জমি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার সাফাই কর্মী বিদ্যুৎ বরণ গায়েনের নামে একাধিক জমি রেজিষ্ট্রেশনের নথি পায় সিবিআই। এছাড়া, এই জমি রেজিষ্ট্রেশনে নগদ লেনদেন হয়েছিল, নাকি চেক মারফৎ লেনদেন হয়েছিল।
সেই চেক কার নামে ছিল সেই সমস্ত তথ্য সংগ্রহ করে সিবিআই অফিসারেরা। রেজিস্ট্রি অফিসে আধিকারিকদের সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা৷ পরে বোলপুরে একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে চেকগুলি মিলিয়ে দেখেন তদন্তকারী অফিসারেরা৷ অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার সময় এই তথ্যগুলি জমা দেবে সিবিআই। গোরু পাচারের টাকাতেই কি এই সম্পত্তি ক্রয়, তারই হদিস পেতে দিনভর জোর তল্লাশি চলে।